আকাশের বজ্রাঘাত থেকে পথ দেখানো টর্চের আলো সবেতেই বিদ্যুৎ দানব। সেই পোষমানা বিদ্যুৎ দানবকে নিয়ে যে বিজ্ঞান তথা প্রযুক্তিবিদ্যা (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনীয়ারিং), তার অবয়ব ও ব্যাপ্তি অতীব বিশাল। তার থেকে ব্যবহারোপোযোগী ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় চয়ন করে স...
আকাশের বজ্রাঘাত থেকে পথ দেখানো টর্চের আলো সবেতেই বিদ্যুৎ দানব। সেই পোষমানা বিদ্যুৎ দানবকে নিয়ে যে বিজ্ঞান তথা প্রযুক্তিবিদ্যা (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনীয়ারিং), তার অবয়ব ও ব্যাপ্তি অতীব বিশাল। তার থেকে ব্যবহারোপোযোগী ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় চয়ন করে সংক্ষেপে, খুব বেশী গাণিতিক জটিলতা, সমীকরণ ও তাত্বিক আলোচনায় না গিয়ে যতটা সম্ভব সহজসরলভাবে দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত এই বিদ্যাকে পাঠকের কাছে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াসে লেখক এই গ্রন্থ রচনা করেছেন। এছাড়া মাতৃভাষা বাংলায় কারিগরী বিষয়ে বিশেষ করে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর উপর ভালো বই সচরাচর চোখে পড়েনা। মাতৃভাষায় বিজ্ঞান ও কারিগরী বিদ্যাচর্চার কথা মাথায় রেখে হবু ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ার ও প্র্যাক্টিশিং ইলেক্ট্রিশিয়ানদের জন্য বাংলায় সরলীকৃত প্রাথমিক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনীয়ারিং (Basic Electrical Engineering)-এর উপর এই পুস্তক রচিত হয়েছে। বইটি পাঠকের কাজে লাগলে লেখকের ক্ষুদ্র প্রয়াস ও পরিশ্রম সার্থক হবে। বইটির প্রথম সংস্করণ ২০১৫ তে কলকাতা থেকে প্রকাশিত হয়। তার সমস্ত কপি নিঃশেষিত হওয়ায় এবং ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর চাহিদা থাকায় এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হচ্ছে। এই সংস্করণে অনেক নতুন বিষয় যেমন উপস্থাপন করা হয়েছে তেমনি নতুন কিছু চ্যাপ্টারও সংযোজিত হয়েছে।