পর্ব - ১ আজকের গল্পটি গল্প হলেও সত্যি, মানে এটি কাহিনি নয়, গল্পের কাল্পনিক বলতে শুধু নাম গুলোই। এটি একটি মেয়ের জীবন কাহিনি, এটি মেঘনার কাহিনি, একটি মেয়ে যাকে প্রতি মুহুর্ত নিজের জন্য লড়তে হয়। এই সমাজেকে মেয়েদের প্রয়োজন কিন্তু তারপর ও প্রতেয়কটি মেয়...
পর্ব - ১ আজকের গল্পটি গল্প হলেও সত্যি, মানে এটি কাহিনি নয়, গল্পের কাল্পনিক বলতে শুধু নাম গুলোই। এটি একটি মেয়ের জীবন কাহিনি, এটি মেঘনার কাহিনি, একটি মেয়ে যাকে প্রতি মুহুর্ত নিজের জন্য লড়তে হয়। এই সমাজেকে মেয়েদের প্রয়োজন কিন্তু তারপর ও প্রতেয়কটি মেয়ে সে ধনী হোক বা গরীব সে Compromise করছে প্রতিনিয়ত। পাড়ার সব্জান্তা কাকীমারা তার ছেলের বিয়ের জন্য ভালো মেয়ে খোজে, আবার সেই কাকীমা ই পাড়ায় কারোর মেয়ে হলে অহংকারের সাথে বলে যে ছেলে হলে ভালো হত, বংশ বারত, সে আসল কথাটা জানেই না যে বংশ ছেলেরা না মেয়েরা বাড়ায়, নতুন প্রজন্মকে জন্ম এক মেয়েই দেয়, তাছারাও সেই মা এও ভুলে যায় যে মেয়ে না পেলে সে তার ছেলের জন্য বউ কোথা থেকে পাবে? তার বংশ কীভাবে বাড়বে? মেয়ে হওয়ায় অতো সজা নয়,মেয়েদের একটা গুন যা মেয়েদেরই হয় তা হল সহ্য ক্ষমতা আর প্রচুর আত্মনির্ভরতা, এই ভিত্তিতেই আজ কে আপনারা জানবেন মেঘনার কাহিনি। আসুন জেনে নিই একটা সাধারন মেয়ের অসাধারন হয়ে উঠার আর তার সাথে একটা টক, ঝাল, মিস্টি প্রেমের গ্লপ।