Loading

About The Author

Stories By Rajib Maity

ভালোবেসে

  • Author   Rajib Maity

ভালোবেসে পাখি হলে স্বাধীন হয়ে আকাশে ওড়ার কথা বলতাম। ভালোবেসে গাছ হলে নিঃশব্দতার আড়ালে নিজের সব কিছু দিয়ে দেওয়ার কথা বলতাম। ভালোবেসে মাটি হলে বুকের ওপর জীবজগতকে বহন করার কথা বলতাম। ভালোবেসে পাহাড় হলে অজস্র ঝরনা ধারায় মনে আনন্দময় অনুভূতি ছড়ানোর কথা বলতাম। ভালোবেসে নদী হলে নিঃস্তব্ধ বিস্তৃতির মাঝে এগিয়ে চলা যুগের গল্প শোনাতাম। ভালোবেসে বাতাস হলে স্পর্শ করে আদর করার কথা বলতাম। ভালোবেসে আকাশ হলে মেঘ ভেঙে সুখের বৃষ্টি হয়ে ঝরে পড়ার কথা বলতাম। ভালোবেসে শুধু মানুষ হতে চাইনা।

  •   7
  • (0)
  • 0

Loading